নিজস্ব প্রতিবেদকঃ
মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে সকল ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর সদর উপজেলার আয়োজনে নাটোর শহরের কানাইখালীস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এর আগে নাটোর ইউনাইটেড প্রেসক্লাব চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে গিয়ে শেষ হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায়, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, সদর উপজেলা কমিটির সভাপতি বাবুল পাহান, সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, আদিবাসী ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি সুজল পাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও দেখুন
শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক……..নয়ন আর্ট একাডেমির আয়োজনে স্থানীয় মহারাজা কেজি স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় শহরের …