শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / সিংড়ায় কলার গাছের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালো শিক্ষার্থীরা

সিংড়ায় কলার গাছের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় কলার গাছে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালো ইটালী ইউনিয়নের বিঞ্চপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।শুক্রবার সকালে তারা ২১ শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এসময় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ২০০৮ সালে পাঠদানের অনুমতি পাই। ২০১৫ সালে এমপিও লাভ করে। বর্তমানে ৬ ষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত মোট প্রায় তিন শত শিক্ষার্থী রয়েছে। কিন্তু এখানে কোনো শহীদ মিনার নাই।

এর আগে আবেদন করেছিলাম।উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, বিষয়টি জানা ছিলো না, আবেদন করলে আমরা শহীদ মিনার করে দিবো।

আরও দেখুন

সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার …