সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নগদ অর্থের বিল বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নগদ অর্থের বিল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ইসুকৃত চেক ও টিআর উন্নয়ন প্রকল্পের নগদ অর্থের বিল প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা জিমনেসিয়াম হল রুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উপস্থিত থেকে চেক ও নগদ অর্থের বিল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল আমিন সরকার প্রমুখ।

জানা যায়,টিআর উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৯ জনকে প্রায় ২২ লাখ টাকা অনর্থের বিল ও ২১ জন অসুস্থ্য মানুষের চিকিৎসা ব্যায় বাবদ ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা

সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …