নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোর জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন পরিষদে ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে হা-ডু-ডু টুর্নামেন্ট চলছে। ১৬ টি দলের খেলা শুরু করেছে আয়োজক। মঙ্গলবার বিকেলে এই খেলার উদ্বোধন করা হয়। আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হা-ডু-ডু খেলা।
খেলার উদ্বোধক ও উদ্যাক্তা চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা। এ হা-ডু-ডু ফাইনাল খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। দুপুর থেকেই উৎসুক শত শত জনতা ভীড় করেত থাকেন খেলার মাঠে। এধরনের খেলার আয়োজনের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি গ্রামের মানুষের আনন্দ বিনোদন দেওয়ার লক্ষ্য আয়োজকদের।
আরও দেখুন
সিংড়ার নবাগত ইউএনও মাজহারুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাজহারুল ইসলাম। তিনি …