নিজস্ব প্রতিবেদক
জাতির পিতার জন্মশতবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় নাটোর পৌরসভা। মঙ্গলবার সন্ধ্যা থেকে স্বাধীনতা চত্বরে নির্মিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে শাশ্বতী অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শরীফুন্নেসা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অলক মৈত্র প্রমুখ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে যে গানগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল সেইগুলো গাওয়া হয়। অনুষ্ঠানে সংগীত ছাড়াও রোহিত এবং আবৃত্তি পরিবেশন করা হয়। সংগীতে উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল পৌর মেয়র উমা চৌধুরি জলির। তিনি শুধু দর্শক হিসেবেই নয় অংশগ্রহণকারী হিসেবে ও মঞ্চে সংগীত পরিবেশন করেন। আবৃত্তি করেন পৌরসভার কর্মরত বাচিকশিল্পী মোঃ নুরুজ্জামান। আজকের অনুষ্ঠানে সর্বাধিক দর্শক এই অনুষ্ঠানটি উপভোগ করেন।