শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে হাইওয়ে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ

নাটোরের বড়াইগ্রামে হাইওয়ে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বড়ািইগ্রামঃ
দুর্ঘটনা রোধ করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে গাড়ীর গতিবেগ নির্ধারণ, কাগজপত্রের যথার্থতা যাচাই ও ড্রাইভার মাদকাসক্ত কিনা তা সহজেই নির্ণয় করছে হাইওয়ে পুলিশ। আধুনিক প্রযুক্তির ব্যবহারে মহাসড়ক হচ্ছে নিরাপদ, খুশি হচ্ছেন স্থানীয়রা।

এরই ধারাবাহিকতায় নাটোর-পাবনা এবং বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়মিত অভিযান চালাচ্ছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাইওয়ে পুলিশ। বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহনের ড্রাইভার মাদকাসক্ত কিনা বা কি পরিমাণ মাদক গ্রহণ করেছে তা নির্ণয় করতে ব্যবহার করা হচ্ছে এ্যালকোহল ডিটেক্টর। সেই সাথে মহাসড়কে নির্ধারিত ৮০ কিলোমিটার গতিবেগের চেয়ে বেশী গতির যানবাহনগুলো সনাক্তে ব্যবহার করা হচ্ছে স্পিডগান।

সেই সাথে সব ধরনের কাগজ ঠিকঠাক আছে কিনা তা নির্ণয় করা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিটেক্টর (আরএফআইডি) বা স্ক্যানার প্রযুক্তি ব্যবহার করে। মোটরসাইকেল চালকরা হেলমেট ব্যবহার না করলে তাদের সচেতনতা মূলক নির্দেশিকা প্রদান ও হেলমেট ব্যবহার করতেও উদ্বুদ্ধ করছেন হাইওয়ে পুলিশ।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …