নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে মাদক, জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৭ই ফেব্রুয়ারি বেলা ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বুড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে মাদক, জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ অমিতাব বর্ম্মন, বুড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ রঞ্জন মজুমদার, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, ইউপি সদস্য কোরবান আলী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দন কুমার ঘোষ।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে মাদক, জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
আরও দেখুন
নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি
শিক্ষাবৃত্তি উপলক্ষ্যে সেমিনার এবং বৃত্তি প্রদান নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম …