রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘তোমারে খুঁজি আমি’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘তোমারে খুঁজি আমি’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ তোমারে খুঁজি আমি

তোমারে খুঁজি আমি
সহজ লোকেদের ভীড়ে
দেখি তোমার মত কেউ নেই
কপট লোকেদের জড়ো হতে দেখে
ভয়ে ভয়ে থাকি
তোমার শ্লোক আমি সুর করে
পড়তে শুরু করি
সুর করে ডাকতে ডাকতে
ঘুমিয়ে পড়ি
আবার ঘুম ভেঙে গেলেও
মনে করার চেষ্টা করি
স্বপ্ন কোন দেখেছি কিনা?
পুব আকাশের তারাগুলোর
দিকে তাকিয়ে থাকি
কত যে কাগজের ভীড়
শুধু কলম নেই বলে
তোমাকে খুঁজে পেলাম না।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …