বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক, বড়ােইগ্রামঃ

বড়াইগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসাবে বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, মমিন আলী ও আব্দুল আলীম, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা অংশ নেন।

আরও দেখুন

বড়াইগ্রামে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে ৬টি ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের …