নিজস্ব প্রতিবেদকঃ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় নাটোরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার বিকেলে এই আনন্দ মিছিল বের করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এর নেতৃত্বে নাটোরের বিভিন্ন স্তরের, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী, খেলোয়াড় এবং সাধারন জনতা এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।
জাতীয় পতাকা শোভিত রংবেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে বাদ্য বাজনা সহকারে আনন্দ মিছিলটি শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম প্রাঙ্গন থেকে বের হয়ে নাটোর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় রাস্তার দুই পাশ থেকে সাধারণ জনতা হাত নেড়ে তাদের স্বাগত জানান।
নীড় পাতা / খেলা / ক্রিকেট / অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় নাটোরে আনন্দ মিছিল অনুষ্ঠিত
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …