নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের তেবাড়িয়া এলাকা থেকে ১২ জন মাদক সেবীকে আটক করেছে র্যাব । শনিবার রাত আটটা থেকে শহরের উত্তর তেবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ওই ১২ জন মাদকসেবীকে বিভিন্ন ধরনের মাদক সহ আটক করা হয়।
র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এ,কে, এম, এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশনাল দল নাটোর সদরের উত্তর তেবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকের আলামতসহ তোফায়েলের ছেলে শিবলী সাদিক (২২), বড়গাছা পালপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে ওয়াহিদ ফেরদেীস (২৩), কান্দিভিটা এলাকার জামাল শেখের ছেলে জীবন শেখ ও (২৪), জনি শেখ (৩০), দক্ষিণ বড়গাছা এলাকার দুলাল শেখের ছেলে সেলিম শেখ (৩৭), উত্তর বড়গাছা এলাকার সিরাজুল এর ছেলে মাইনুল ইসলাম (২৪), সাতনি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে বেলাল হোসেন (৪৮), দক্ষিণ বড়গাছা এলাকার শাহনেওয়াজ চুন্নুর ছেলে ফেরদৌস খান (৩৪), কান্দিভিটা এলাকার শামসুল ইসলামের ছেলে ময়েনুদ্দিন (৩৬), নওদাপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে ওমর ফারুক (৩৩), উত্তর বড়গাছা এলাকার জিলন হোসেনের ছেলে স্বপন হোসেন (২৫), উত্তর বড়গাছা এলাকার সুলতান আলীর ছেলে বাবুল (৩০), মাদক সেবন অবস্থায় আলামত সহ হাতেনাতে গ্রেফতার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্নএলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন করছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় মামলা করে গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও দেখুন
নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক …………… নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। জেলা প্রশাসনের …