নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে দুইটি ওয়ান স্যুটার গান ও এক রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্র বহনকারীকে আটক করেছে বিজিবি-৫৯। আজ শনিবার রাত ২ টার দিকে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের আটক করা হয়।

আকটকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার জমিনপুুর গ্রামের তৈয়মুর রহমানের ছেলে সুজন (২৫) একই এলাকার রবিউল ইসলামের ছেলে সেনারুল ইসলাম (২৩), মৃত মজলুর ছেলে সেলিম (২৫)।

রহনপুর-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসামীসহ অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কিরণগঞ্জ সীমান্তের ১৭৯নং পিলার হতে ৫০ গজ বাংলাদেশে জমিনপুর নামক স্থানে বেশ কয়েজন অস্ত্র বহনকারী রয়েছে। এসময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। সেই বেশ কয়েকজন পালিয়ে গেলেও সুজন, সেনারুল ও সেলিমকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুইটি ওয়ান স্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

তিনি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমিনপুরের নজরুল ইসলামের ছেলে হারুন, এরফান আলীর ছেলে আবু ও বাবু, একই এলাকার তজনু মিয়ার ছেলে সেলিম ঘনটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতকদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে। শিবগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …