নিজস্ব প্রতিবেদকঃ
কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা। আজ শনিবার দুপুরে আলাইপুরে দলের অস্থায়ি কার্যালয়ে জেলা বিএনপি এ কর্মসুচি পালন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, ডালিম সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, আজ দুই বছর হল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে বন্দি করে রেখেছে অবৈধ এই সরকার। এ অবস্থায় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বিএনপিকে সংগঠিত হতে হবে। বিএনপিকে সংগঠিত করে অবৈধ সরকারের কারাগার থেকে তাদের নেত্রীকে মুক্তি করে আনা হবে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …