সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে শত শত নারী-পুরুষের শপথ

নাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে শত শত নারী-পুরুষের শপথ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ নিলেন তিন শতাধীক নারী পুরুষ। মঙ্গলবার বিকেলে ঘোরলাজ মহল্লাবাসীর আয়োজনে এক আলোচনা সভায় মহল্লার নারী পুরষরা এই শপথ নেন। আর তাদের শপথ বাক্য পাঠ করান বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।

আলোচনা সভায় ওসমান গনীর সভাপতিত্বে অন্যদের মধ্যে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্য বিয়ের বিরুদ্ধে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাপার সদস্য আশরাফুল আলম খাঁন ডাবলু, উপজেলা জাপার সভাপতি শমসের আলী, ঘোরলাজ মহল্লার ওয়ার্ড কমিশনার আঃ কুদ্দুস, ঘোরলাজ মহল্লা মসজিদ কমিটির সভাপতি রুপ চাঁদ আলী, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, স্থানীয় ইমদাদুল হক নান্নু প্রমূখ।

আলোচনা সভার প্রধান অতিথি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন তার বক্তব্যে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্য বিয়ের বিরুদ্ধে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং এর বিরুদ্ধে মহল্লাবাসীর তিন শতাধীক নারী পুরুষকে শপথ বাক্য পাঠ করান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …