শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / ইভিএমে আগামীতে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না –রুহুল কুদ্দুস দুলু

ইভিএমে আগামীতে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না –রুহুল কুদ্দুস দুলু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইভিএম মানেই ডিজিটাল কারচুপি। আওয়ামীলীগ এই ডিজিটাল কারচুপির মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে জয়লাভ করেছে। অতীতে দেশবাসী রাতের বেলায় ভোট নেয়ার ঘটনা দেখলেও এবার প্রযুক্তির মাধ্যমে ভোটাধিকার হরণের দৃশ্য দেখেছে। জাতীয় সংসদ নির্বাচনের আগেই সিটি কর্পোরেশন নির্বাচনে এ পদ্ধতিতে ভোট নিয়ে তারা সেই ডিজিটাল কারচুপির রিহার্সেল করে নিলো। তবে আগামী সংসদ নির্বাচনে বাংলার মানুষ কোন ভাবেই ডিজিটাল কারচুপি করার সুযোগ দেবে না। দেশে আগামীতে আর কোন নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করতে দেয়া হবে না। কারচুপির এই ইভিএম পদ্ধতি বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে জয়লাভের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

তিনি মঙ্গলবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সদস্য সচিব মরহুম হজরত আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। উপজেলার ধানাইদহ গ্রামে মরহুমের বাসভবনে উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক এমপি মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন, গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ন আহয়ক আলী আকবর ও আব্দুস সালাম ও সামসুল আলম রনি, বড়াইগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র ইসাহাক আলী, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব সরদার রফিক, মরহুমের সন্তান মিল্টন হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি দুলু বিএনপি নেতাকর্মীদের বিভেদ ভুলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি নেতাকর্মীদেরকে জেল-জুলুম-নির্যাতন দেখে ভয় পেলে চলবে না। এসব ভয়-বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে হবে। দেশে যতক্ষণ গণতন্ত্র না ফিরবে, যতক্ষণ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত না হবে ততক্ষণ এ আন্দোলন চালিয়ে যেতে হবে।

সরকার যতই অত্যাচার চালাক না কেন, যতদিন বেগম খালেদা জিয়া মুক্তি এবং তারেক জিয়ার সসম্মানে দেশে ফেরা নিশ্চিত না হবে ততদিন এ আন্দোলন চালিয়ে যেতে হবে। পরে মরহুম হজরত আলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বুধবার (২৯ ডিসেম্বর) বিএনপি নেতা হজরত আলী তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

আরও দেখুন

বিএনপির নিবেদিত প্রাণ এখন মৃত্যু শয্যায়, খোঁজ নেয়নি কোন নেতা!

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম…………জীবনের সবটুকু সময় ব্যয় করেছেন বিএনপি’র রাজনীতির সঙ্গে। দলীয় সকল কার্যক্রমে রেখেছেন সক্রিয় …