নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে প্রতিহিংসাঃবশত কে বা কারা পুকুরে বিষ ঢেলে কমপক্ষে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। শুক্রবার ভোর রাতের দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের গরিলার বিলে চন্ডিপুর গ্রামের মৎস্যচাষী ইব্রাহিম হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ চাষী ইব্রাহিম হোসেন জানান, নয় বিঘা জলকরের পুকুরটি তিনি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। আর কয়েকদিন পরে মাছ বিক্রি করার কথা ছিলো তার। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে তিনি পুকুর থেকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে মাছ ভাসতে দেখে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন কে বা কারা তার ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট দিয়ে তার সব মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে বলে তিনি কান্না জড়িত কন্ঠে তিনি জানান।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আহসান হাবীব জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
বড়াইগ্রামে টিসিবি পণ্য বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১!
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে রাজাপুর বাজার এলাকায় গোপালপুর ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন নিয়ে …