সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে পৌছেনি থার্মাল স্ক্যানার, সচেতনতায় চলছে দায় সারা কার্যক্রম

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে পৌছেনি থার্মাল স্ক্যানার, সচেতনতায় চলছে দায় সারা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে পৌঁছেনি থার্মাল স্ক্যানার, সচেতনতায় সতর্কতা মুলক ব্যবস্থা হিসেবে মেডিকেল টীমের পরামর্শ আর লিফলেট বিতরন করে চলছে দায় সারা কার্যক্রম।

দু’দেশে মধ্যে পাসপোর্টে যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকলেও করোনা ভাইরাসের কারনে চিকিৎসা নিতে যাওয়া রুগি ও ভ্রমনকারি যাত্রী যাতায়াত অনেকাংশে কমে গেছে। তবে প্রাথমিক ভাবে যে শ^াসতন্ত্র রোগ, জ¦র, এর সাথে সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষা ইত্ত্যাদি স্থানীয় মেডিকেল টীমের তেমন নেই তৎপরতা। থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শারীরিক স্ক্রিনিং করার কোন যন্ত্র বসানো হয়নি এখনো।

তবে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আমদানিকৃত পন্য নিয়ে যে সকল ট্রাক হিলি চেকপোষ্ট দিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করছে, সেই সকল ট্রাকে থাকা চালক ও হেলপারদের স্বাস্থ্য পরিক্ষা করানোর কোন ব্যবস্থা আজও গ্রহন করা হয়নি।

সাধারন যাত্রীরা বলছেন, ভারতের কোলকাতায় ভাইরাসটি নিয়ে চলছে বেশ যল্পনা-কল্পনা। তবে ভরত হিলি ইমিগ্রেশনে বা বাংলাদেশ হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে নেই থার্মাল স্ক্যানার, মেডিকেল টীমের পরামর্শ আর লিফলেট বিতরন করে চলছে দায় সারা কার্যক্রম।

হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারনে চিকিৎসা নিতে যাওয়া রুগি ও ভ্রমনকারি যাত্রী যাতায়াত অনেকাংশে কমে গেছে। ৪/৫ দিন আগেও যাতায়াতে যাত্রী সংখ্যা ছিলো ৬ থেকে ৭ শত, এখন তা নেমে এসেছে ৪ শ তে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নাজমুস সাইদ জানান, আমরা হিলি চেকপোষ্ট দিয়ে যে সকল যাত্রীগন ভারত-বাংলাদেশে যাতায়াত করছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করছি এবং এ বিষয়ে সতর্কীকরন লিফলেট বিতরন করছি।

আরও দেখুন

বাজার পরিদর্শনে দিনাজপুর জেলা প্রশাসক।আমদানি রফতানি কারকদের সাথে মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,দিনাজপুরেরর হিলি বাজার পরিদর্শন করেছেন দিনাজপুর জেলারনবনিযুক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।আজ সকাল …