মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি চেকপোষ্ট দিয়ে পাচারকালে দেশী ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি

হিলি চেকপোষ্ট দিয়ে পাচারকালে দেশী ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলি সীমান্ত চেকপোষ্ট দিয়ে ভারতে পাচারকালে দেশীয় ১০৯পিস ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ৮৩ কেজি, পরে তা নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে হিলি চেকপোষ্ট গেট দিয়ে ভারতীয় পণ্য খালাস করে সে দেশে ফিরে যাওয়া খালি ট্রাক থেকে মাছগুলি উদ্ধার করে বিজিবি।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস মিয়া জানান, ভারত থেকে আমদানিকৃত পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাক পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ায় সময় বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পায় বিজিবি। এ সময় হিলি চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি সদস্য নায়েক রাকিব হোসেন ভারতীয় ডাব্লু বি- ৫০/২২৪১ নাম্বারের একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩টি বস্তা উদ্ধার করে। যার ভেতর হতে ১০৯পিস ইলিশ মাছ উদ্ধার করা হয়, যার ওজন ৮৩ কেজি। পরে মাছগুলি নিলাম ডাকের জন্য হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

আরও দেখুন

উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাত ওচাঁদাবাজি করেছে তার হিসাব নবাবগঞ্জের

মাটিতেই দিতে হবে, নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,দেশে যারা উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাত করেছে ওমানুষের জায়গা, …