রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশ!

নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশ!

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ সংক্রান্ত একটি চিঠি ফেসবুক সহ গণমাধ্যমে প্রকাশ হতে দেখা গেছে।

গত ২৩ জানুয়ারী কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরী সভায় এদের দু’জনকে চার কার্য দিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, নাটোর জেলা শাখার অন্তর্গত গুরুদাসপুর উপজেলা, গুরুদাসপুর পৌর এবং বিলচলন শহীদ সামছুজ্জোহা সরকারী কলেজ শাখার নবগঠিত কমিটি গঠণতন্ত্র পরিপন্থীভাবে গঠণ করায় উক্ত কমিটিসমূহ বিলুপ্ত ঘোষণা করে পূর্বের কমিটিসমূহ বহাল করা হলো এবং সেই সাথে গঠণতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় রাকিবুল হাসান জেমস (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, নাটোর জেলা শাখা) ও রিয়াজুল ইসলাম মাসুম (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, নাটোর জেলা শাখা)- আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ০৪ (চার) কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ ব্যাপারে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম এক ফোনালাপে নারদ বার্তাকে বলেন, ‘আমি এবং সভাপতি জেমস এরকম কোন চিঠি হাতে পাইনি, তবে ফেসবুকে চিঠির ছবিসহ পোস্ট দেখে বিষয়টি জেনেছি।’

বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য আলোচনা করার উদ্দেশে আগামীকাল ২৫ জানুয়ারি শনিবার সভাপতিসহ ঢাকায় রওনা হবেন বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …