সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি ঋতিল মনীষার কবিতা ‘ডিঙি নৌকার চেতনা’

কবি ঋতিল মনীষার কবিতা ‘ডিঙি নৌকার চেতনা’

কবিঃ ঋতিল মনীষা

কবিতাঃ ডিঙি নৌকার চেতনা

আমরা প্রত্যেকেই ব্যক্তিগত অসুখে ভূগছি।
আমাদের প্রত্যেকের হাতে যদিও মশাল,
জ্ঞান ও গরিমার
আমাদের দার্শনিক চিন্তা যেন দরজা খুললেই জোঁকের মুখে নুন।
আয়ু বাড়লে নিভে যাবে দীপাবলী
তখন জেনো নিয়তির সাথে বসবাস করা মানুষ,
স্থূল বাতাসে দুলছে একা প্যান্ডুলাম ঘড়ি-
আমরা প্রত্যেকেই ব্যক্তিগত মালিকানার প্রেমে
গণতন্ত্র অসুখে ভূগছি।
দুঃখ একা আতঙ্কে, পুলকে
ও বিষাদে ধু ধু বালির নদীতে
চড়িয়ে দিয়েছে তার ডিঙি।
ডিঙি কি জানে গৃহস্ত হবার জন্য একটু একটু ছেড়ে যাচ্ছি মানুষ জন্ম!

(২১.০১.২০১৬)

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …