মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / সিংড়ায় বিদায়ী ইউএনওকে সংবর্ধনা প্রদান

সিংড়ায় বিদায়ী ইউএনওকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো’র বদলি হয়েছে। স¤প্রতি এক আদেশে তাকে রাজশাহী জেলার তানোর উপজেলায় বদলি করা হয়। মঙ্গলবার দুপুরে সিংড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও সুশান্ত কুমার মাহাতোকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, যুগ্ম সম্পাদক আকতার হোসেন অপূর্ব, অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, প্রচার সম্পাদক আশরাফুুল ইসলাম সুমন, সাংবাদিক আবু জাফর সিদ্দিকী, শহিদুল ইসলাম সুইট প্রমুখ।

উল্লেখ্য, ইউএনও সুশান্ত কুমার মাহাতো ৩১ তম বিসিএস (প্রশাসনিক কর্মকর্তা) সহকারী কমিশনার হিসেবে নীলফামারীতে যোগ দেন। ২০১৫-১৬ তে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭-১৮ শিবগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে চাকুরী করেন। সর্বশেষ ২০১৮ সালের ৯ অক্টোবর পদোন্নতি পেয়ে নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। বেকার যুবকদের কর্মসংস্থান ও এলাকার ছেলে-মেয়েদের পড়ালেখার সুযোগ করে দিতে ইউএনও সুশান্ত কুমার মাহাতো তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের পশ্চিম আটঘরিয়া গ্রামে তার পিতার নামে ‘শহরলাল মাহাতো কারিগরি স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করেছেন। ইউএনও সুশান্ত কুমার মাহাতো আজীবন সাধারণ মানুষের সেবা করতে চান।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …