সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৬ জন আটক

নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৬ জন আটক হয়েছে। জানা গেছে, থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় থানা পুলিশ ১৯ই জানুয়ারি রাতে অভিযান চালিয়ে সিংড়া উপজেলার তালহারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাবলু মিয়া (২২) কে ১১ পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অপরদিকে জুয়া খেলার অপরাধে উপজেলার দামগাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে লিটন মিয়া ( ২৪), শফিকুল ইসলামের ছেলে আব্দুল আলিম (৩০), নবির উদ্দিনের ছেলে শাহ আলম (৩০), মোজাম্মেল হকের ছেলে শফিকুল ইসলাম (২৮), শামসুর রহমানের ছেলে দুলাল হোসেন (৩০) ও আব্দুল আজিজের ছেলে হেলাল উদ্দিন (২৮) কে আটক করেছে।

তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। পুলিশ ২০শে জানুয়ারি আটককৃতদের কোর্ট হাজতে প্রেরণ করে। থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও দেখুন

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …