নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামের সাংবাদিক কন্যা উম্মে দৌলতুন্নেছা দিঘী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় রাজশাহী বিভাগ পর্যায়ে অভিনয়ে প্রথম স্থান অধিকার করেছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী শিশু একাডেমীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় দিঘী একক অভিনয়ে প্রথম স্থান অধিকার করে।
দিঘী সময় প্রতিদিনের সহ-সম্পাদক এবং বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ-সম্পাদক দোলোয়ার হোসেন লাইফের একমাত্র মেয়ে। সে লালপুর উপজেলার ওয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এর আগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দিঘী উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার পর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর সে জাতীয় পর্যায়ে অংশ নিবে।
দিঘীর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংবাদিক অহিদুল হক, জাহিদ হাসান, হাসিবুল হাসান শান্তসহ অন্যান্যরা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …