সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিশেষ অভিযান পরিচালনা করে তিন মাদক সেবনকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ।বুধবার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার পেড়াবাড়িয়া গ্রামের আব্দুল খালেক ওরফে দুলালের ছেলে মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (২২) নুরপুর মালঞ্চি কলেজপাড়া গ্রামের মৃত কুদ্দুস সরকার ছেলে মাসুদ (৩০)স্বরুপপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে ওয়াশিম উল ইসলাম ওরফে চঞ্চল (২৮)।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, আটককৃত তিন জনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রুজু হয়েছে। তাহাদের বৃহঃবার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা

সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …