মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে গোপালপুর বাজার বণিক সমিতির বর্ধিত সভা

লালপুরে গোপালপুর বাজার বণিক সমিতির বর্ধিত সভা

নাহিদ হোসেন, লালপুরঃ
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজার বণিক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর গোপালপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এ বৈঠকের মাধ্যমে সপ্তাহে প্রতি শনিবার অর্ধদিবস (বেলা ১ঘটিকা থেকে) দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং আগামী শনিবার (১৮জানুয়ারি) থেকে দোকান বন্ধ রাখার জন্য বলা হয়।

বুধবার সকালে বণিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসনে মনি, গোপালপুর বণিক সমিতির ১নং ইউনিটের সভাপতি চান্দুমিয়া, ২নং ইউনিটের সভাপতি রনি আহম্মেদ, ৩নং ইউনিটের সভাপতি আঃ জব্বার, সাধারণ সম্পাদক শাহাজাদা, ৪নং ইউনিটের সভাপতি ও গোপালপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন সহ সকল ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য এবং দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি সম্পূর্ণ 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি চলছে । দিবসটি …