বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আনন্দ র‌্যালি

লালপুরে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আনন্দ র‌্যালি

নাহিদ হোসেন, লালপুরঃ
সারাদেশের ন্যায় নাটোরের লালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত¡র থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়।

এরপর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, লালপুর থানার অফিস ইনচার্জ সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দীনের পুত্র শামীম আহম্মেদ সাগর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

আরও দেখুন

লালপুরে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি সম্পূর্ণ 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি চলছে । দিবসটি …