শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / শিক্ষা / মুজিববর্ষ উপলক্ষে সিংড়ায় প্রতিভা ছাত্র কল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে সিংড়ায় প্রতিভা ছাত্র কল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিভা ছাত্র কল্যাণ সংস্থা থেকে ২৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, কলম বক্স, বিতরন করা হয়। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভাগনাগকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভাগনাগকান্দী উচ্চ বিদ্যালয়ে এসব উপকরণ বিতরন করা হয়। 

উপস্থিত ছিলেন, ভাগনাগকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল জলিল, দ্বীপ মেডিকেল সেন্টারের পরিচালক ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি,  ভাগনাগকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, সহ সভাপতি খলিল মাহমুদ, দপ্তর সম্পাদক ও প্রতিভা ছাত্র কল্যান সংস্থার সভাপতি সামাউন আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহিদুল ইসলাম মানিক, চ্যানেল এসের প্রতিনিধিআবু সাইদ, প্রতিভা ছাত্র কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সাজেদুর রহমান, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।

আরও দেখুন

সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার …