শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদের কমিটি গঠন

নাটোরে শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদ নাটোর জেলা বার শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ জুলাই) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতি পদে রাকিবুল হাসান (সাজন) ও সাধারণ সম্পাদক পদে কাজী গোলাম সাকলায়েন, সহ-সভাপতি মোছাঃ আফরোজ বেগম ও আব্দুল্লাহ আল মামুন (লিটন), যুগ্ন সাধারণ সম্পাদক মোছাঃ রোমেনা বারী (সুতি), সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে এটাকে পূর্ণাঙ্গ কমিটিতে অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়।

কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সুমনা আক্তার লিলি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিয়ন এবং সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ রুহি, দপ্তর সম্পাদক নুরে আলম এবং যুন্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রনি।

উল্লেখ্য , সর্বশেষ ২০১৭ সালের জুলাই মাসে বার কাউন্সিল এনরোলমেন্টের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর দুই বছর অতিবাহিত হলেও পরবর্তী পরীক্ষার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বার কাউন্সিল এখনো দেয়নি। ফলে বর্তমানে ৪০ হাজারেরও বেশি শিক্ষানবিশ আইনজীবীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …