সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / মুজিববর্ষ উপলক্ষে বাগাতিপাড়ায় ক্ষণ গণনার উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে বাগাতিপাড়ায় ক্ষণ গণনার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ এবং মুজিববর্ষ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় ক্ষণ গণনা এর উদ্বোধন করা হয়েছে। জাতীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের সাথে সাথে শুক্রবার বিকালে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে স্থাপিত ক্ষণগণনা যন্ত্রের পর্দা উন্মোচন করে মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, ওসি আব্দুল মতিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন প্রমুখ।

এর আগে বেলা সাড়ে তিনটা থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং জাতীয়ভাবে উদ্বোধন অনুষ্ঠানটি বিটিভির মাধ্যমে প্রজেক্টর স্কীনে সরাসরি সম্প্রচার করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা

সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …