বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবর্ষ উদযাপনের আলোচনা সভা

গুরুদাসপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবর্ষ উদযাপনের আলোচনা সভা

আখলাকুজ্জামান, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ১৭ মার্চ জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ক্ষণগণনা (Count Down) যন্ত্রের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ওই আলোচনা সভা।

সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার ফলেই আমরা আজ পরাধিনতার শৃংখল ভেঙে আত্মনির্ভরশীল হতে পেরেছি। স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে বিশে^র বুকে গর্বিয়ান জাতি হিসেবে পরিচয় দিচ্ছি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করবই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাটোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি ও স্থানীয় কল্লোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি ছাড়াও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আকতার লিপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকল শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

গুরুদাসপুরে মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল

ঘোষণা ও পুরস্কার বিতরনী সভা নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,গুরুদাসপুরে সাউতুল কুরআন মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল ঘোষণা …