শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঈশ্বরদীতে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
ঈশ্বরদী উপজেলা পরিষদের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদ মিলনায়তনে বুধবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইএনও শিহাব রায়হান।

প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, কৃষিবিদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, বকুল সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার প্রমূখ।

সভায় ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিকেলে উপজেলা পরিষদে মুজিববর্ষ উদ্যাপনের ক্ষণ গণণা (কাউন্ট ডাউন) যন্ত্র উদ্বোধন, ১১ই জানুয়ারী সকাল ১১টায় র‌্যালী ও রাতে আতশবাজি উৎসবের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বছরব্যাপী সকল প্রতিষ্ঠানকে স্ব স্ব ক্ষেত্রে পৃথক পৃথক কর্মসূচি গ্রহনের জন্য বলা হয়।

আরও দেখুন

নাটোরের ছিনতাই হওয়া প্রতিবন্ধীর রিক্সা পাবনার চাটমোহর থেকে উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদরের তেবাড়িয়া এলাকার আখেরের মোড় হতে ছিনতাই হয়ে যাওয়া প্রতিবন্ধী মুন্নার অটোরিকশাটি …