নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নাটোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ
‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নাটোরে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার উপপরিচালক গোলাম রাব্বি।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তি মেলরা স্টলগুলো পরিদর্শন করেন। পরে এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল সাকিব বাকি, সহকারী ভুমি কর্মকর্তা আবু হাসানসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য মেলায় নাটোর সদর উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্টলগুলোতে বিজ্ঞানের নিজেস্ব উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শন করে।

আরও দেখুন

নাটোরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক:  জাতির পিতার  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে জেলা প্রশাসকের আয়োজনে …