নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নলডাঙ্গায় আখ মাড়াইয়ের ক্রাসার মেসিন এবং ভেজালগুড় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে উপজেলার নাটোর চিনিকল এলাকার অধিভুক্ত জোনে রামশার কাজিপুর, সমসখলসি, ছোটসিংড়া, হলুদঘর, শেখপাড়া, মোমিনপুর, ছাতারভাগ স্থানে অবৈধভাবে গুড় উৎপাদনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব -আল- রাব্বি। এ সময় আখ মাড়াইয়ের পাওয়ার ক্রাসার এবং ভেজালগুড় জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করার আদেশ প্রদান করা হয় ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী জানান, ভবিষ্যতে অবৈধভাবে গুড় উৎপাদনে বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এই বিষয়ে কোন রকম ছাড় দেওয়া হবেনা। এই বিষয়ে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার করার জন্য অনুরোধ করেন।
আরও দেখুন
নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নলডাঙ্গা উন্নয়ন …