নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালপুরে মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ়্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, পুলিশ প্রশাসন থেকে ফজলুল হক, উপজেলা প্রেস ক্লাবে সাধারন সম্পাদক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা নাঈব উদ্দীন সহ উপজেলার সকল কর্মকর্তা ও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে সকল কর্মকর্তা ও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

আরও দেখুন

লালপুরে বিনামূল্যে তুলা বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: লালপুর,নাটোর,৭ জুলাই: ২০২৪—২৫ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুর …