সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / থার্টি ফার্স্ট নাইটে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার

থার্টি ফার্স্ট নাইটে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে থার্টি ফার্স্ট নাইটে পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে অর্থ ব্যয় করে সময় না কাটিয়ে সেই অর্থ দিয়ে কম্বল কিনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় দুস্থ শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। আজ রাত্রি ৮টায় গুরুদাসপুর পৌর সদরের ৮নং ওয়ার্ড মৎস্যপাড়ার রাস্তার মোড়ে শীতার্থ মানুষদের মাঝেওই সকল কম্বল বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন, মানুষ, মানুষের জন্য। উপজেলার সকল মানুষকে আমি সমান চোখে দেখি। তাছাড়া উপজেলার জনসাধারন ভালবেসে আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান মানিয়েছেন। তাদের ভালবাসার কথা আমি কখনও ভুলব না। তাদের সুখ, আমার সুখ। তাদের দুঃখ আমার দুঃখ এমন মনোভাব নিয়ে উপজেলার সকল জনসাধারনের পাশে থেকে তাদের ভালবাসার শক্তিকে পুঁজি করে আমি চলতে চাই। এসময় পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …