নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে ভাসমান বেডে সবজি চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে নগর ইউনিয়নের বাটরা গোপালপুর গ্রামে মঙ্গলবার এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ডক্টর রবীআহ নুর আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজীব হোসাইন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহমেদ রফিক বাবন, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহতাব আলী বেগ, উপসহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমান আফজাল হোসেন ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে অতিথি অনুষ্ঠানে আগত সংবাদকর্মীরা বাটরা গোপালপুর বিলে ভাসমান বেডে লাউ লাল শাক পালং শাক কলমি শাক সহ বিভিন্ন সবজি চাষের প্রদর্শনী পরিদর্শন করেন।
আরও দেখুন
বড়াইগ্রামে টিসিবি পণ্য বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১!
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে রাজাপুর বাজার এলাকায় গোপালপুর ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন নিয়ে …