সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ২০ জন মাদকসেবীকে আটক করেছে র‌্যাব

নাটোরে ২০ জন মাদকসেবীকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ২০ জন মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার গুণারিগ্রাম এলাকার একটি ইট ভাটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবনের মাধ্যমে উদযাপন রোধকল্পে অভিযানের অংশ হিসেবে ওই ২০ জন মাদকসেবীকে আটক করে র‌্যাব-৫।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার গুণারিগ্রাম এলাকার একটি ইট ভাটায় অভিযান চালিয়ে মাদকের আলামত সহ আসামী আঃ রহমান (৪০), পিতা- মৃত ফজল হক, সাং- হাড়িগাছা পন্ডিতগ্রাম, জালাল মিয়া (৫৫), পিতা- মৃত নুর ইসলাম, সাং- সিংহারদহ, মোসলেম মন্ডল (৫০), পিতা-মৃত কাদের মন্ডল, সাং-কসবা, আব্বাস আলী (৪৮), পিতা- মৃত মোস্তফা মন্ডল, সাং- নজরপুর, সাইদুর রহমান (৪৮), পিতা- মৃত কফিল উদ্দিন মোল্লা, সাং- পীরগঞ্জ নজরপুর, আনোয়ার হোসেন (৪২), পিতা- মৃত আক্কাস আলী, সাং-কসবা, আমিরুল হক (৬০), পিতা- মৃত শুকুর আলী প্রামানিক, সাং- দক্ষিণ পটুয়াপাড়া মাদ্রাসা মোড়, বাবুল (২৭), পিতা- মোঃ লতিফ, সাং- বড় হরিশপুর, ৯। মোঃ তাজুল ইসলাম (৩৭), পিাত- মৃত ইসলাম হোসেন, সাং-করটা, মোসলেম উদ্দিন (৪০), পিতা- মৃত মফিজ উদ্দিন মোল্লা,সাং-করটা, শহীদুল ইসলাম (৩০) পিতাÑমৃত রমজান আলী সাং-চকরামপুর, মোতালেব দেওয়ান (৪৫), পিতা- মৃত শাহাজাহান, সাং রামাইগাছী, আল আমিন (২৭), পিতা-মোঃ আলম আলী, সাং- গুনারী গ্রাম, সোহেল (৩৩), পিতা-মোঃ আবুল হোসেন @ আবু তাহের, সাং- হাজরা নাটোর, আরমান (৩২), পিতা- মোঃ চাঁন, সাং- বড় হরিশপুর, মিঠু (৩৫), পিতা- মৃত আঃ রহিম খান, সাং- দক্ষিণ পটুয়াপাড়া, ইমরান (৩৩), পিতা- মোঃ আব্দুল রাজ্জাক, সাং- রামাইগাছী, খোরশেদ (২৪), পিতা- মৃত সুমন, সাং-উত্তর পটুয়াপাড়া গোরস্থান, বিপুল (২৯), পিতা- মৃত মমিন প্রামনিক, সাং- মল্লিকহাটি প্রাইমারী স্কুল, মনজু খামারু (৩৮), পিতা- মৃত আকরাম খামারু, সাং- ভাটোদারা, সর্ব থানা ও জেলা-নাটোরগণকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতেেএসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন করছিল বলিয়া সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *