নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
হালতি বিলে অবৈধ সোঁতি উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা এগারোটার দিকে পাটুল-খাজুরা সড়কের হালতি বিলের মধ্যে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল রাব্বি জানান কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে পাটুল এবং হালতির বিলে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ সোঁতি জাল এবং অন্যান্য জিনিস পত্র অপসারণ করা হয়। এসময় পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের কারেন্ট জাল, বেড় জাল আটক করা হয় এবং নদীতে সূতি জাল দিয়ে পানি প্রবাহ বাধা সৃষ্টিকারী জাল ও বাঁশের বেড়া অপসারণ করে কারেন্ট জাল ও ঘের জাল এবং বাঁশের বেড়া বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনসম্মুখে ধ্বংস করার আদেশ প্রদান করেন। পরে জাল ও ঘের জাল এবং বাঁশের বেড়া আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি জানান যে, অবৈধ মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোন রকম ছাড় দেওয়া হবেনা।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …