সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন

গুরুদাসপুরে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
“দূষণ মুক্ত পরিবেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” কর্মসূচীর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গুরুদাসপুর পৌরসভা আয়োজনে পৌর চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজার হয়ে গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মঠে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে এই কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাচনা সভায় পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ গোলাম রাব্বী,গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন,গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম ও সম্মানিত পৌর কাউন্সিলরবৃন্দ। এসময় গুরুদাসপুর পৌর সভার সকল কর্মকর্তা,পৌর কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …