নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর ৪৬ তম তমালতলা ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন আজ রোববার (২২ ডিসেম্বর) বাগাতিপাড়া উপজেলার তমালতলায় অনুষ্ঠিত হয়। ফিতা কেটে ব্রাঞ্চের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও বিডিবিএল ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহ উদ্দিন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী আলমগীরের সভাপতিত্বে তমালতলা শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল, বাগাতিপাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রী কলেজের অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, নুরপুর মালঞ্চি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফরুজ্জামান নিপুন প্রমুখ।
উদ্বোধন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …