রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই পাখি শিকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই পাখি শিকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদরের একডালা এলাকায় নাহিদ ও বক্কর নামে দুই পাখি শিকারীকে ভ্রাম্যমান আদালত ৬মাসের কারাদন্ড দিয়েছে। রবিবার দুপুরে তাদের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, নাটোর সদরের একডালা এলাকা থেকে পাখি শিকার করা কালে শিকারি নাহিদ এবং বক্করকে আটক করা হয়। এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে পাখী শিকারের সময় হাতেনাতেি আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে আদালত পরিচালনা করে নাহিদ এবং বক্করকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …