রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের নলডাঙ্গায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে  উপজেলার রামশা কাজিপুর এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, দেওয়ান শাহিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র এখন কারাগারে বন্দী। গণতন্ত্র ফিরিয়ে আনতে তৃণমুল বিএনপিকে অধিকতর গতিশীল ও শক্তিশালী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য দলকে নতুন করে সাজানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হলে তুমুল আন্দোলনের বিকল্প নেই।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …