শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তীব্র যানজট

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
সিরাজগঞ্জের ভুঁইয়াগাতি ব্রীজসহ আরেকটি বেইলী ব্রীজ ভেঙ্গে পড়ায় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে করে চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনাসহ উত্তর ও দক্ষিনাঞ্চলের চলাচল করা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সেই সাথে পণ্য পরিবহন করা গাড়িও আটকে পড়েছে। তবে হাইওয়ে পুলিশের দাবী যানজট নিরসনে কাজ করছেন তারা। দ্রুত এর সমাধান করা হবে।

চালক ও যাত্রীরা জানান, তারা গত রাতে গাড়ি ছেড়েছেন ঢাকায় যাওয়ার জন্য। সিরাজগঞ্জে সমস্যা হওয়ায় গাড়িটি বিকল্প পথ দিয়ে এসেও কাছিকাটায় জ্যামে পড়তে হয়েছে। ঘন্টার পর ঘন্টা সড়কে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়ী একটুকুও সামনে এগোচ্ছেনা বলে জানান তারা।

ট্রাফিক সাজের্ন্ট জানালেন, তারা যানজট নিরসনের জন্য কাজ করছেন। গাড়ি এখন আর দাঁড়িয়ে থাকবেনা। একদিক দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অন্য গাড়িও অল্প সময়ের মধ্যে চলাচল করবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …