নিজস্ব প্রতিবেদক,নাটোর
কর্মসুচির উদ্বোধন নাটোরের দিঘাপতিয়া এম কে অনার্স ডিগ্রী কলেজের নবীণ বরণ ও মুজিব বর্ষের কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু সহ কলেজ শিক্ষকবৃন্দ। এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে মানুষের মত মানুষ হওয়ার আহবান জানান। তারা যদি ভাল ফলাফল করে তবে কলেজটির উন্নয়ন কল্পে যা কিছু করণীয় তা তিনি করবেন বলে আশ্বাস দেন। তিনি আগামীতে অনুষ্ঠিতব্য মুজিব বর্ষের কর্মসূচি ঘোষণা করেন এবং বঙ্গবন্ধু সম্পর্কে ভালভাবে জেনে সকল কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য কলেজের সকল শিক্ষার্থীর প্রতি আহবান জানান। তিনি যে সব শিক্ষার্থী পরীক্ষায় ভাল ফলাফল করেছে তাদের হাতে স্মারক পুরস্কার তুলে দেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …