নিজস্ব প্রতিবেদক: নাটোরে জলাবদ্ধতা থেকে মুক্ত হল হাজার বিঘা জমি।৩ নং দিঘাপতিয়া ইউনিয়ন ইসলাবাড়ী সেলিমের মিলের সামনে ব্রিজ হতে বগুড়া রোড পর্যন্ত প্রত্যেকের বাড়ির সামনে খাল বন্ধ করে দিয়ে রাস্তা নির্মাণ করায় বিলের পানি নিষ্কাশনের ব্যাহত হয। এতে প্রায় হাজার বিঘা জমিতে স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ইসলা বাড়ি বিলের হাজার হাজার বিঘা জমি পানিতে তলিয়ে থাকে কোন ফসল করা যায় না। স্থানীয় কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করে তাদের সমস্যা নিরসনে। বৃহস্পতিবার বিকেলে স্বশরীরে উপস্থিত থেকে পানি নিস্কাশনের জন্য পুনরায় খাল খনন কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। এই সময় তার সঙ্গে ছিলেন দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহান। উপজেলা নির্বাহী অফিসার জানান, এতে এই এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
আরও দেখুন
মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …