মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপন

নাটোরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ”সত্য-মিথ্যা যাচাই আগে ইন্টারনেট এ শেয়ার পরে” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সকাল ১০ টর দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক ধরে জেলাপ্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ,। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি। অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আশরাফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেমিনারে প্রধান অতিথি বলেন, গুজব ছড়ানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেঝে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব হোয়াটস আপ। মানুষ সত্যাসত্য যাচাই না করেই বিভিন্ন বিভ্রান্তমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। যা সমাজ এবং রাষ্ট্রের জন্যে হুমকি স্বরূপ। নিমেষেই বড় ধরণের ক্ষতি সাধন করতে পারে। আবার এই গুজব না বুঝেই শেয়ার করে অনেক মানুষই বিপদগ্রস্থ হন। তাই সত্যাসত্য যাচাই না করে কেউ লাইক বা শেয়ার করবেন না।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *