নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম
বগুড়ার নন্দীগ্রামে গাড়ীর চাকায় পিষ্ট হওয়া অজ্ঞাত ব্যক্তির হাড়-মাংস উদ্ধার করেছে পুলিশ। ১১ ডিসেম্বর সকালে কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর বাসস্ট্যাান্ডের দক্ষিণে মহাসড়কের পদ্মপুকুর নামক স্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাতে অজ্ঞাত ওই ব্যক্তি গাড়ীর চাকায় পিষ্টে মারা গেছে। এরপর তার দেহের উপর দিয়ে অসংখ্য গাড়ী চলাচল করে। এ কারণে মরদেহ থেঁতলে যায় এবং মহাসড়কের উপর হাড়-মাংস পড়ে থাকে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ মহাসড়ক থেকে হাড়-মাংস বস্তায় ভরে মর্গে প্রেরণ করে। কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ জাহেদুল ইসলাম বলেন, মরদেহের হাড় মাংসের সাথে নীল চেক শার্ট ও লুঙ্গী পাওয়া গেছে। তিনি আরো বলেন, গাড়ীর চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যাওয়ায় তাকে কেউ চিনতে পারছে না। তাই এখনো পরিচয় পাওয়া যায়নি।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …