শুক্রবার , জুলাই ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / ৫টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দরিদ্র ছাত্রী ফাতেমার লেখাপড়ার দায়িত্ব নিলেন– এমপি বকুল

৫টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দরিদ্র ছাত্রী ফাতেমার লেখাপড়ার দায়িত্ব নিলেন– এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক,লালপুর
নাটোরের লালপুরে ৫টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও অর্থের অভাবে ভর্তি হতে না পারা চা বিক্রেতার মেধাবী মেয়ে ফাতেমার পড়ালেখার দায়িত্ব নিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ শহিদুল ইসলাম বকুল এমপি। এতে উচ্চশিক্ষার স্বপ্ন পুরণ হলো তার। সে উপজেলার তিলকপুর গ্রামের ইউসুফ আলীর ছোট মেয়ে। চলতি বছর সে গৌরীপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯২ পেয়ে উত্তীর্ণ হয়। এরপর ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৫টি বিশ্ববিদ্যলয়ে ভর্তির সুযোগ পায়।
বুধবার সকালে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল তার নিজ বাসভবনে ওই ছাত্রী ও তার বাবাকে ডেকে নিয়ে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং তার পড়াশোনার সমস্ত দায়িত্বভার নেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন বাগাতিপাড়া

নিজস্ব প্রতিবেদক:(নাটোর). “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে …