শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাউয়েটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বাউয়েটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া :নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সাথে গত রবিবার সকালে সৌজন্য সাক্ষাত করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
উভয়ের মতবিনিময়ের সময় বাউয়েট এর গৃহিত শিক্ষাকার্যক্রম সহশিক্ষা, খেলা-ধুলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন। ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারষ্পারিক উচ্চশিক্ষার সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি হতে পারে বলে মত প্রকাশ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউয়েটের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল শামীম হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, রসায়ন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সৈয়দ নাজমুল হুদা প্রমূখ।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *