নীড় পাতা / শিক্ষা / নন্দীগ্রামে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম

‘‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৭-১২ই ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ৪ঠা ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র সভাপতিত্বে উক্ত এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। এ্যাডভোকেসি সভাটি পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান।

আরও দেখুন

বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রাম (নাটোর) নাটোরে বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার উপজেলা পরিষদ …